সারাদেশে ১৩ টি সিনেপ্লেক্স হবে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে যে ২৮ টি হাইটেক পার্কে প্রতিষ্ঠা করেছি- আমরা এই ২৮ টি হাইটেক পার্ক স্পোর্টস, মিউজিক, ইয়ুথ কর্নার নির্মাণ করবো। যেখানে খেলা ও সঙ্গীত চর্চা আরো এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে ১৩ টি হাইটেক পার্কে একটি করে বিশ্বমানের সিনে কমপ্লেক্স, এবং মাল্টিপারপাস অডিটরিয়াম স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এগুলো ঢাকা, রংপুর, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহীসহ ১৩ জেলায় স্থাপন করা হবে।

শনিবার রাজধানীর এক হোটেলে টিএম ফিল্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা সরকারের পক্ষ থেকে শিল্প, শিল্পী এবং সংস্কৃতির উন্নয়নের জন্য সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। আমি টিএম ফিল্মসের প্রতি শুভকামনা জানাচ্ছি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি প্রমুখ।

 

টাইমস/টিএইচ

Share this news on: