করোনাভাইরাস: উহান শহরে বিপাকে বাংলাদেশী শিক্ষার্থীরা

চীন জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক। এরই মধ্যে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত দেড় হাজার। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের বিভিন্ন শহরে নেয়া হয়েছে সতর্কতা। ভাইরাসটির উৎপত্তিস্থল দেশটির হুবেই প্রদেশের উহান শহরের সব ধরণের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। এই শহর থেকে কাউকে বাইরে যেতে দেয়া হচ্ছে না, কাউকে ওই শহরে প্রবেশ করতেও দেয়া হচ্ছেনা।

এমন পরিস্থিতিতে উহান শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৫০০ বাংলাদেশী শিক্ষার্থী বিপাকে পড়েছেন। তারা ঘর থেকে বের হতে পারছেন না। অনেকেই করোনাভাইরাস আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না।

উহান শহরে আটকা অনেক বাংলাদেশী শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সার্বিক অবস্থা জানিয়ে বার্তা দিয়েছে। অধিকাংশ শিক্ষার্থীদের দাবি, চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশী শিক্ষার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না।

হুবেই ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অধ্যয়নরত উহান শহরের বাসিন্দা বাংলাদেশী ছাত্র রাকিবিল তূর্য ফেসবুকে লিখেছেন, ‘সম্প্রতি চায়নাতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত শহর উহানে আমি বাস করছি। এখানে আমরা প্রায় ৫০০ জনেরও অধিক বাংলাদেশি উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত। উহান থেকে বহির্গামী সব বাস-ট্রেন এবং বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত অন্তত ২৫ জন মারা গেছে এবং ৬০০-এরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। আমরা চাইলেও এখন নিজ দেশে ফিরে যেতে পারছি না।

তিনি আরও লিখেছেন, বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের খোঁজখবর নেয়া হচ্ছে এমন নিউজ বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হলেও এ খবর ভিত্তিহীন। আল্লাহতায়ালা যেন আমাদের সবাইকে এ বিপদ থেকে রক্ষা করেন।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনে আটকে পড়া শিক্ষার্থীরা দূতাবাসের ওয়েবসাইটে দেয়া নম্বরে যোগাযোগ করলে সব ধরণের সহযোগিতা পাবেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সত্য উন্মোচন হওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 29, 2024
img
জিম্মি জাহাজের নাবিকদের জন্য ছাগল-দুম্বা আনছে জলদস্যুরা Mar 29, 2024
img
ঈদে বাড়তি ভাড়া নিলে ৯৯৯-এর সহায়তা নিন: আইজিপি Mar 29, 2024
img
ওপারের গোলাগুলি-বিস্ফোরণের শব্দে কাঁপছে সেন্ট মার্টিন Mar 29, 2024
img
জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Mar 29, 2024
img
বাজারে বেড়েছে মাংসের দাম, সবজিতে স্বস্তি Mar 29, 2024
img
বিএনপির ৮০ ভাগ নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে : ওবায়দুল কাদের Mar 29, 2024
img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024