অন্যদের বাঁচাতে প্লাজমা দিলেন করোনাজয়ী ভাই-বোন

করোনা ভাইরাসকে জয় করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রী মাহপারা তাসনীম ও তার ভাই ও লেভেলের ছাত্র মাশরুর তাহমিন। এবার অন্যদের বাঁচাতে প্লাজমা দিয়েছেন তারা। তাদের দেয়া প্লাজমা থেরাপি নিয়ে সুস্থ হয়ে উঠবেন করোনা রোগীরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাহপারা তাসনীমের মা–বাবা দুজনেই চিকিৎসক। বাবা মশিউর রহমান হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক। মা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক হেলেনা আফরিন। মাহপারা, তার ভাই মাশরুর তাহমিন ও মা হেলেনা করোনা থেকে সুস্থ হয়েছেন।পরে ওই দুই ভাই-বোন ২৭ মে এক চিকিৎসককে প্লাজমা দেন। আইসিউতে থাকা ওই রোগী প্লাজমা থেরাপি পেয়ে কিছুটা সুস্থ হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রী মাহপারা মনে করেন, যারা শারীরিকভাবে সক্ষম, সবার উচিত প্লাজমা দিয়ে সাহায্য করা। করোনা রোগীকে সাহায্য করতে পেরে তিনি গর্ববোধ করছেন।

ছেলে-মেয়েদের এমন অনুকরনীয় কাজে খুশি হয়েছেন বাবা মশিউর রহমান। এই কঠিন পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন তিনি।

টাইমস/জেকে

Share this news on: