করোনায় আশংকাজনক ভিকারুননিসার শিক্ষিকা, আক্রান্ত পুরো পরিবার

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা নাঈম আরা হোসাইনসহ তার পুরো পরিবার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক প্রফেসর গোলাম রহমানের স্ত্রী। গত ২৯ মে প্রথমে নাঈম আরা হোসাইনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্যান্য সদস্যদের পরীক্ষা করালে আরও চারজনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

আক্রান্তদের মধ্যে নাঈম আরা হোসাইনের শারীরিক অবস্থা ভালো নয়। তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রফেসর গোলাম রহমান জানিয়েছেন। এজন্য প্লাজমা চেয়ে আবেদনের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দেয়া হয়েছে।

প্রফেসর গোলাম রহমান বলেন, আমাদের পরিবারের পাঁচজনের করোনাভাইরাস পজেটিভ। এর মধ্যে বর্তমানে আমরা চারজন বাসায় আইসোলেশনে আছি। আমাদের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো। তবে আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আছে। তাকে প্লাজমা থেরাপি দেওয়ার চেষ্টা চলছে।

 

টাইমস/জেকে

Share this news on: