করোনায় মেরিস্টোপসের মেটারনিটির প্রধান চিকিৎসকের মৃত্যু

এবার রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে তানজিলা রহমান নামে আরেক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি লালমাটিয়ায় মেরি স্টোপস ক্লিনিকের প্রধান কার্যালয়ে দায়িত্বরত ছিলেন। বুধবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিন সন্তানের জননী ডা. তানজিলা রহমান জেডএইচ শিকদার মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

মেরি স্টোপস বাংলাদেশের পরিচালক (অপারেশন্স) মোহাম্মদ হুসেইন চৌধুরী গণমাধ্যমকে জানান, ডা. তানজিলা রহমান মেটারনিটি বিভাগের হেড অব কোয়ালিটি হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রায় ১০ দিন আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। তার স্বামী সেনাবাহিনীতে কর্মরত।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি জানিয়েছে, বাংলাদেশে এ নিয়ে করোনাভাইরাস সংক্রমণে ২৭ জন চিকিৎসক প্রাণ হারালেন। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরো পাঁচজন চিকিৎসক।

 

টাইমস/জেকে

Share this news on: