ডিসেম্বরেই আসছে গ্লোবের করোনা টিকা, দাম নাগালের মধ্যেই

করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) আবিষ্কারের দাবি করেছে গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। বাংলাদেশি প্রথম প্রতিষ্ঠান হিসেবে তারা ওই দাবি করেছে। প্রতিবন্ধকতার শিকার না হলে আগামী ডিসেম্বরে বাজারে টিকা আনতে পারবেন। প্রথম ধাপে ৫০ থেকে ৭০ লাখ টিকা উৎপাদন করবেন তারা।

গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন্সের ম্যানেজার ও ইনচার্জ এবং টিকা আবিষ্কারের গবেষক দলের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন। তিনি জানান, ওই টিকা সুস্থ মানুষের শরীরে দেয়া হবে। ইনজেকশনের মাধ্যমে মানুষ টিকাটি গ্রহণ করবে।
গরীব মানুষের কেনার সক্ষমতা থাকবে। সব জায়গায় আমরা প্রোফিট (লাভ) করব না। আমাদের আরও অন্যান্য ওষুধ আছে, সেগুলো দিয়ে লাভ করলাম। এটা উৎপাদনে আমাদের যে খরচ, সেটা দিয়েই আমরা দিয়ে দেয়ার চিন্তা রয়েছে। সবার নাগালের মধ্যে আমরা দাম নির্ধারণ করব। এতে অতিদরিদ্র মানুষও এই টিকা কিনতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমাদের দেশে যে করোনাভাইরাস, তার একটা ট্রিটমেন্ট (চিকিৎসা) আছে। এই ট্রিটমেন্ট বিশ্বের বিভিন্ন দেশের লোকজন করেছে। এনসিবিআইয়ে (যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন) ভাইরাস ডাটাবেজে ৫ হাজার ৭৪৩টি জিনোম সিকোয়েন্স জমা হয়েছে। তার মধ্যে বাংলাদেশেরও ৭৬টি জিনোম সিকোয়েন্স আছে। সবগুলো সিকোয়েন্স আমরা স্ক্রিনিং করে টিকার টার্গেট সেট করেছি। সেই অনুযায়ী আমরা টিকা তৈরি করেছি, যাতে সব ধরনের করোনাভাইরাসের জন্যই এটা কার্যকর হয়।

টাইমস/জেকে

Share this news on: