খালি পেটে চা কতটা স্বাস্থ্যসম্মত

সকালের প্রথম চা পশ্চিমা বিশ্বে ‘বেড টি’ নামে পরিচিত। আমাদের দেশেও অনেকেরই দিনের শুরু হয় এক কাপ চা দিয়ে। সকালে চা না হলে যেন কোনো কাজেই মন বসেনা। কিন্তু প্রশ্ন হলো, ঘুম থেকে উঠেই বাসি মুখে এভাবে চা কিংবা কফি পান করা কি আদৌ ভালো?

বিশেষজ্ঞদের মতে, দুধ মেশানো চা কিংবা কফিতে সাধারণত প্রচুর ক্যাফেইন থাকে, যা পরিমিত উপায়ে গ্রহণ করলে শরীরে শক্তি জোগায়। কিন্তু খালি পেটে এ ধরনের পানীয় একদমই স্বাস্থ্যকর নয়।

এছাড়া যারা পেটের অসুখে ভুগছেন, তাদের জন্যও বেড টি অত্যন্ত ক্ষতিকর। খালি পেটে চা পান করলে রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, যা কিডনি রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। সুস্থ-স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও খালি পেটে চা পানের অভ্যাস ত্যাগ করা উচিত। কারণ, এটি ক্ষুধামান্দ্য তৈরি করে।

আসুন জেনে নেই খালি পেটে চা খেলে যেসব রোগের ঝুঁকি বাড়ে-

  • খালি পেটে চা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে। এছাড়া পেট ফাঁপা ও পেটে অস্বস্তি তৈরি হয়।
  • খালি পেটে চা খেলে বমি বমি লাগতে পারে।। চায়ে থাকা ট্যানিন শরীরে বমি বমি ভাব তৈরি করে।
  • দিনে ৪ থেকে ৫ কাপের বেশি চা খেলে পুরুষদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ে।
  • শরীরের প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদানের সক্রিয়তা কমিয়ে দেয়।
  • খালি পেটে চা খেলে আলসারের ঝুঁকি বাড়ে।
  • খালি পেটে চা শরীরে নিউট্রিয়েন্টস এর সক্রিয়তা কমিয়ে দেয়।

 

টাইমস/জিএস

Share this news on: