মিশরের প্রাচীন কবরস্থানে আড়াই হাজার বছর পুরোনো ২৭টি কফিনের সন্ধান  

প্রাচীন সভ্যতার দেশ মিশর। সম্প্রতি দেশটির সাক্কারা নামক একটি প্রাচীন কবরস্থানে মাটি খুঁড়ে সন্ধান পাওয়া গেল ২৫০০ বছরের পুরোনো ২৭টি কফিনের।

মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রনালয় জানিয়েছে, রাজধানী কাইরোর দক্ষিণে অবস্থিত প্রাচীন এই কবরস্থানটি প্রায় ৩৬ ফুট গভীরে এসব কফিন বা শবাধারের সন্ধান পাওয়া যায়। এই মাসের শুরুর দিকে ১৩টি কফিন উদ্ধার করা হয় এবং পরে আরও ১৪টি কফিন মাটির নিচ থেকে তুলে আনা হয়েছে।

২৫০০ বছর ভূগর্ভস্থ থাকা সত্ত্বেও বেশকিছু কফিনের গায়ে করা নকশার রং এখনো অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন এই আবিস্কারের সাথে যুক্ত প্রত্নতত্ত্ববিদগণ। এছাড়াও একই স্থান থেকে ছোট-বড় অনেক প্রত্নততাত্তিক সামগ্রীও পাওয়া গেছে।

একটি সমাধিক্ষেত্র থেকে এত সংখ্যক কফিনের সন্ধান খুব কমই পাওয়া গেছে। মিশরের পর্যটন ও প্রত্নতাত্ত্বিক মন্ত্রী খালেদ এল এনানী গণমাধ্যমকে বলেন,  “আল-আসিসিফ ক্যাচেটে (গোপন সমাধিক্ষেত্র) আবিষ্কারের পরে, এবারই প্রথম একটি সমাধিতে এত সংখ্যক কফিন খুঁজে পাওয়ার ঘটনা ঘটেছে।” ২০১০ সালে আল-আসিসিফ সমাধিক্ষেত্রে ৩০টি মমিভর্তি কফিন আবিষ্কার করা হয়েছিল।

নতুন আবিস্কৃত এই কফিনগুলো একেবারে বন্ধ অবস্থায় ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে কবরে রাখার পর কফিনগুলো আর কখনোই খোলা হয়নি। এই একই স্থানে আরও কফিন ও প্রত্নতাত্তিক নিদর্শন পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন গবেষকগণ।

দেশটির সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিসের সেক্রেটারি জেনারেল মোস্তফা ওয়াজেরি বলেন, “আরও কতগুলো কফিন পাওয়া যাবে, কিংবা এর ভেতর কাদের মৃতদেহ রয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে খুব শীঘ্রই এসব প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে।”

সম্প্রতি সাক্কারা সমাধিক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কারের ঘটনা ঘটেছে। গত এপ্রিলে এখান থেকে মানুষের মমি সম্বলিত ৫টি চুনাপাথরের কফিন এবং ৪টি কাঠের কফিনের সন্ধান পাওয়া গেছে।

তথ্যসূত্র: সিএনএন

 

টাইমস/এনজে

Share this news on:

সর্বশেষ

img
খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা দিলো শিক্ষা মন্ত্রণালয় Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024
img
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি Apr 25, 2024
img
যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না : প্রধানমন্ত্রী Apr 25, 2024