আফগান যুদ্ধে নিহত বা বিকলাঙ্গ হয়েছে ২৬ হাজার শিশু

আফগান যুদ্ধে ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ২৬ হাজার শিশু নিহত কিংবা বিকলাঙ্গ হয়েছে। এই ১৪ বছরে প্রতিদিন গড়ে ৫ জন শিশু আহত বা নিহত হয়েছে। সেভ দ্যা চিলড্রেনের এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে।
সেভ দ্যা চিলড্রেনের সমীক্ষা অনুযায়ী বিশ্বজুড়ে শিশুদের জন্য সবচেয়ে কম নিরাপদ ১১টি দেশের তালিকায় রয়েছে আফগানিস্তান।
সংস্থাটি জানায়, গতবছর নিহত শিশুদের দুই তৃতীয়াংশই ছেলে শিশু। সরকার পক্ষ এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘর্ষ এবং বিস্ফোরক দ্রব্য ও আত্মঘাতী বোমা হামলার ফলে এই হতাহতের ঘটনা ঘটছে।
প্রতিবেদনে দেখা গেছে, তালেবান ও অন্যান্য বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন সেনা সমর্থিত আফগান সরকারের অভিযানে স্কুলগুলোতে নিয়মিত হামলা করা হয়েছে। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে অন্তত ৩০০ বার বিভিন্ন স্কুলে হামলা চালানো হয়েছে।
সেভ দ্যা চিলড্রেনের আফগানিস্তানের রাষ্ট্রীয় পরিচালক ক্রিস নিয়ামান্ডি এ বিষয়ে বলেন, ‘ভেবে দেখুন, প্রতিনিয়ত এমন একটা ভয়ের মধ্যে বসবাস করছেন যে, আজকের কোনো বিমান হামলা কিংবা আত্মঘাতী হামলায় আপনার সন্তান মারা যেতে পারে। এটি আফগানিস্তানে বসবাসকারী হাজার হাজার বাবা-মায়েদের কঠিন বাস্তবতা।’
২০২০ সালের আফগানিস্তান সম্মেলনের আগে, সোমবার জেনেভাতে শুরু হওয়া আন্তর্জাতিক দাতাদের একটি বৈঠকে দাতব্য দেশসমূহকে মানবিক তহবিলের মধ্যদিয়ে আফগান শিশুদের ভবিষ্যতের সুরক্ষার নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়াও তারা যুক্তরাজ্য সরকার এবং তাদের মিত্রদের জনবহুল অঞ্চলে বিস্ফোরক অস্ত্র ব্যবহার এড়াতে প্রতিশ্রুতি দানের আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, গত এক দশক ধরে চলমান সংঘর্ষে আফগানিস্তানের হাজার হাজার সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। ৯/১১ এর টুইট টাওয়ার হামলার পর সন্ত্রাস দমনের নামে ২০০১ সালে দেশটিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো আক্রমণ চালিয়ে তৎকালীন ক্ষমতাসীন তালেবান সরকারকে উৎখাত করে।
তথ্যসূত্র: বিবিসি
টাইমস/এনজে/এসএন