লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রাজনৈতিক অস্থিরতা নিরসনে ব্যর্থ হয়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঘোষণার পরে রাতেই বিক্ষোভকারীরা বৈরুতের কেন্দ্রস্থলে ফিরে এসে লেবাননের পতাকা উড়িয়ে হারিরির পদত্যাগে সন্তোষ জানায়।

ভাষণে সাদ আল- হারিরি বলেন, ১৩ দিন ধরে লেবাননের জনগণ অর্থনীতির ক্রমাবনতি রোধে একটি রাজনৈতিক সমাধানের সিদ্ধান্ত জানতে অপেক্ষ করেছে। জনগণের কথা শুনে এই সময়ের মধ্যে একটি সমাধান বের করার চেষ্টা করেছি আমি।

সময় এসেছে সংকটের মুখোমুখি হয়ে আমাদের বড় ধরনের একটি ধাক্কা খাওয়ার। রাজনৈতিক জীবনের সকল অংশীদারদের বলছি, আমাদের আজকের দায়িত্ব হচ্ছে, কীভাবে আমরা লেবাননকে রক্ষা করবো এবং এর অর্থনীতির পুনরুত্থান ঘটাবো তা বের করা।

লেবাননের সংবিধান অনুযায়ী, পদত্যাগ করলেও নতুন সরকার গঠনের আগ পর্যন্ত বর্তমান সরকারই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে।

এর আগের দফায় নয় মাসের আলোচনা শেষে চলতি বছরের জানুয়ারিতে ফিউচার মুভমেন্ট পার্টির শীর্ষ নেতা হারিরির সদ্য পদত্যাগী মন্ত্রিসভা দায়িত্ব নিয়েছিল।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: