রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধের সিদ্ধান্ত টুইটারের

বিশ্বব্যাপী সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টুইটার। এই নিষেধাজ্ঞা নভেম্বরে কার্যকর হবে।

বিশ্বের অন্যতম বৃহৎ এই সোশাল মিডিয়া কোম্পানির প্রধান নির্বাহী জ্যাক ডরসি বুধবার এক টুইট বার্তায় বিশ্বব্যাপী সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধের কথা জানিয়েছেন।

জ্যাক ডরসি বলেন, ইন্টারনেট বিজ্ঞাপন খুবই শক্তিশালী আর এটি ব্যবসায়ীদের জন্য খুবই কাযর্কর। তবে এই শক্তিমত্তাটিই রাজনীতির জন্য ঝুঁকিপূর্ণ। রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞার অন্যতম একটি কারণ হচ্ছে- সহজেই যাতে কেউ কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিতে না পারে। এ জন্য আমরা আমাদের সিস্টেমগুলোকে নতুন করে আপডেট করছি।

এই সোশাল মিডিয়া কোম্পানি আরও বলেছে, রাজনৈতিক বার্তা জনগণের কাছে এত দ্রুত পৌঁছানোর সুযোগ টাকার বিনিময়ে কিনতে পারা উচিৎ নয়, তা অর্জন করে নেয়া উচিৎ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা আগামী ২২ নভেম্বর থেকে কার্যকর করা হবে এবং এর সম্পূর্ণ বিবরণী পাওয়া যাবে আগামী ১৫ নভেম্বর।

 

টাইমস/জিএস

Share this news on: