আয়কর রিটার্ন দাখিলের ভয়ে নিউ ইয়র্ক ছাড়ার ঘোষণা ট্রাম্পের

নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের পরিবর্তে ফ্লোরিডায় স্থায়ী নিবাস গড়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, নিউ ইয়র্কের রাজনৈতিক নেতারা তার সঙ্গে খারাপ আচরণ করেন। তাই তিনি নিউ ইয়র্ক ছাড়বেন।

ট্রাম্পের স্থায়ী ঠিকানা পরিবর্তনের ঘোষণা নিয়ে হোয়াইট হাউস থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্পের ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, মূলত কর সংক্রান্ত কারণেই ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।

কারণ ফ্লোরিডায় ‘স্টেট ইনকাম ট্যাক্স’ বা স্থানীয় সরকার থেকে আরোপিত আয়কর নেই। তবে নিউ ইয়র্কে তা রয়েছে।

এ মাসের শুরুতে নিউ ইয়র্কের একটি আদালত ট্রাম্পকে তদন্ত দলের হাতে তার গত আট বছরের আয়কর বিবরণী তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন।

ওই দলটি ট্রাম্পের নারী কেলেঙ্কারি এবং অর্থের বিনিময়ে তাদের মুখ বন্ধ রাখার অভিযোগ নিয়ে তদন্ত করছে।

ট্রাম্প কখনোই তার আয়কর বিবরণী প্রকাশ করেননি। এমনকি তিনি নিজের ব্যক্তিগত কর নিয়ে কোনো ধরণের তথ্য দিতেও অস্বীকৃতি জানিয়েছেন। কিন্তু নিউ ইয়র্ক আদালতের আদেশের কারণে এখন তাকে তথ্য দিতে বাধ্য হতে হবে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: