মিশরে বোমা বিস্ফোরণে পর্যটকসহ নিহত চার, আহত ১২

মিশরে পর্যটকবাহী একটি বাসে বোমা বিস্ফোরনণের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে  আরও ১২ জন।

শুক্রবার দেশটির বিখ্যাত গিজা পিরামিডের কাছে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন বিবিসি।

নিহতদের মধ্যে তিনজন ভিয়েতনামের পর্যটক, একজন মিশরীয় গাইড। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাবদৌলি জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকরা বাসে করে পিরামিড সংলগ্ন এলাকায় লাইট অ্যান্ড সাইন্ড শো দেখতে যাচ্ছিলেন।  বাসটি গিজায় মারিয়ুতিয়া সড়কের কাছে পৌঁছালে পাহাড়ের আড়ালে লুকিয়ে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই বাসে ভিয়েতনামের ১৪ জন পর্যটক ছিলেন।

মিশরের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, ওই পর্যটকরা নিরাপত্তা বাহিনীকে না জানিয়ে অনির্ধারিত পথে গিজা এলাকায় যাচ্ছিল। এ ঘটনার অবিলম্বে তদন্তের নির্দেশ ‍দিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

তাৎক্ষনিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। মিশরের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র আহমেদ হাফেজ এ ঘটনাকে নিষ্ঠুর ও ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা অ্যাখ্যয়িত করে বলেছেন, আমরা ভিয়েতনাম ও মিসরের ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: