আবারও আসছে স্বপ্নের টাইটানিক

বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে একটি বরফে সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। তারপর জাহাজটি বিশ্বব্যাপী আলোচিত হয়ে ওঠে। 


এবার ২০২২ সালে যাত্রা শুরু করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত টাইটানিক-২।

 
টাইটানিকের আগের নকশা ও অবকাঠামো অনুকরণ করেই তৈরি হচ্ছে টাইটানিক-২।


টাইটানিকের নির্মাতা প্রতিষ্ঠান ‘ব্লু স্টার লাইন’-এর চেয়ারম্যান ক্লাইভ পামার জানান, প্রথম টাইটানিকের মতো যাত্রী নিয়ে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে টাইটানিক-২।


পামার বলেন, টাইটানিক-২ স্বপ্নের জাহাজের একটি প্রতিরূপ। এটি মানুষের কৌতূহল ও বিস্ময়কে জয় করবে। তবে জীবনের ঝুঁকি এড়াতে টাইটানিক-২ জাহাজে প্রচুর লাইফবোট ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাছাড়া অত্যাধুনিক নেভিগেশন ও রাডার সরঞ্জাম থাকবে।


ব্লু স্টার লাইন জানিয়েছেন, টাইটানিক-২ তে নয়টি ডেকে ৮৩৫টি কেবিন থাকবে, যেখানে দুই হাজার ৪৩৫ জন যাত্রী ভ্রমণ করতে পারবে।


উল্লেখ্য, মূল টাইটানিক জাহাজটি ১৯১২ সালে দুই হাজার ২০০ যাত্রী নিয়ে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু আটলান্টিক মহাসাগরে একটি বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষের পর জাহাজটি ডুবে যায়।


তাই মূল জাহাজের প্রতি শ্রদ্ধা রেখে টাইটানিক-২ জাহাজটিও একই রুটে যাত্রা করবে।

Share this news on: