আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান তালেবানের

জানুয়ারি মাসে সৌদি আরবে শান্তি আলোচনায় বসার জন্য কাবুলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান।

রোববার এক তালেবান নেতার বরাত দিয়ে এ কথা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স।

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বৈঠক করেছিল তালেবানের প্রতিনিধিরা। আফগানিস্তানে ১৭ বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষে বৈঠকটির আয়োজন করা হয়েছিল। কিন্তু আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসতে রাজি হয়নি তারা।

তালেবানের এক নেতা জানিয়েছেন, আমরা আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে আবু ধাবিতে অসম্পূর্ণ রয়ে যাওয়া আলোচনা ফের শুরু করবো। কিন্তু আফগান সরকারের সঙ্গে কোনো আলোচনা করবো না এটি সব পক্ষকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও আফগানিস্তান সরকারের সঙ্গে কোনো বৈঠক করবেন না বলে জানিয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: