হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধানসহ নিহত ৮

তাইওয়ানের উত্তরে একটি পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিংসহ আট সামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সেনাদের সঙ্গে মিলিত হওয়ার নিয়মিত সফরে থাকার সময় এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন ওই হেলিকপ্টারটিতে। তাইপের এক পাহাড়ে ইউএইচ-৬০ এম মডেলের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সেনাপ্রধান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিহ শুন-ওয়েন। কিন্তু দুর্ঘটনার পর কয়েকঘণ্টা সেনাপ্রধানের অবস্থা জানা যায়নি। এর আগে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছিল।

বিমানবাহিনীর কমান্ডার সিউং হৌ-চি বলেন, হেলিকপ্টারে থাকা আমাদের আট সহকর্মী নিহত হয়েছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আমরা শোকাহত।

প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণে তিনি আগামী তিনদিন সব ধরনের প্রচারণা বন্ধ রাখবেন।

কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা উদ্ধার অভিযানে মনোযোগ কেন্দ্রীভূত করবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে বলে এক বিবৃতিতে বলা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: