ইসরাইলের সমালোচনা করায় আল আকসার খতিব বরখাস্ত

ফিলিস্তিনে অবস্থিত মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদের গ্র্যান্ড ইমাম ও খতিব শায়খ ইকরিমা সাবরিকে বরখাস্ত করা হয়েছে। জুমার খুতবায় ইসরাইলের সমালোচনা ও উস্কানিমুলক বক্তব্য দেয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল দাবি করেছে, গত শুক্রবার জুমার খুতবায় ইসরাইলের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেন খতিব ইকরিমা। এ কারণেই ইসরাইল তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এ ঘটনায় শায়খ ইকরিমা সাবরি বলেছেন, জেরুজালেমের আল-কিশলাহ পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তাকে ২৫ জানুয়ারি পর্যন্ত আল-আকসা মসজিদে না যাওয়ার জন্য বলেছেন।

এদিকে একটি বেসরকারি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবারের খুতবায় উসকানিমুলক বক্তব্য দেয়ায় শায়খ ইকরিমা সাবরিকে শনিবার জিজ্ঞাসাবাদ করে ইসরাইলি পুলিশ। এরপরই তারা ইমাম ইকরিমার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে বলে মানবাধিকার সংস্থাটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার ভোর থেকেই জেরুজালেমে বসবাসরত মুসলমানদের ওপর অস্বাভাবিক কঠোরতা শুরু করেছে ইসরাইলি সৈন্যরা। এমনকি তারা কয়েকটি দোকান ও বাসস্ট্যান্ডেও হামলা চালিয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: