সিএএ বিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি: এক পুলিশ নিহত

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। সোমবার রাজধানীর উত্তর-পূর্ব জাফরাবাদের গোকুলপুরি, মৌজপুর এবং ভজনপুরা এলাকায় সিএএ বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

জানা গেছে, বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে রতনলাল নামে ওই কনস্টেবল আহত হন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিক্ষোভকারীরা একাধিক গাড়ি এবং দোকানে আগুন ধরিয়ে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে পুলিশ। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ কাঁদানে গ্যাসও নিক্ষেপ করে। এ ঘটনার পরে রাজধানী দিল্লির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: