ভারতে নির্বিচারে মুসলিম হত্যা চলছে: খামেনি

দিল্লির সহিংসতায় মুসলিম হত্যা ও নির্যাতন নিয়ে বরাবরই প্রতিবাদে সোচ্চার ইরান। দিল্লি সহিংসতার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। যদিও জাভেদ জারিফের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। কিন্তু এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ভারতে নির্বিচারে মুসলিম হত্যা চলছে।

এক টুইট বার্তায় আয়াতুল্লাহ খামেনি লিখেছেন, দিল্লির সহিংসতায় নিহত মুসলিমদের জন্য সারাবিশ্বের মুসলমান অন্তরে প্রচণ্ড আঘাত পেয়েছে। ওই টুইট বার্তায় দিল্লির সহিংসতায় স্বজন হারানো এক শিশুর কান্নারত ছবিও পোস্ট করেন খামেনি।

খামেনি আরও লিখেছেন, ভারতে মুসলিম সম্প্রদায়ের মানুষকে নির্বিচারে হত্যার ফলে সারাবিশ্বের মুসলিমরা খুব দুঃখ পেয়েছেন। এ ঘটনার ফলে গোটা ইসলামিক বিশ্ব ভারতের বিপক্ষে চলে যাচ্ছে। ইসলামিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে ভারত সরকারের উচিত উগ্র হিন্দুত্ববাদী দলগুলোকে দমন করা। হিন্দুত্ববাদী মৌলবাদী দলগুলো ভারতের বহুকালের রাষ্ট্রীয় সংস্কারকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ভারতের উচিত এখনই পদক্ষেপ নেয়া।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: