এপ্রিলেই আসছে করোনাভাইরাসের ভ্যাকসিন!

করোনাভাইরাসে নাকাল চীন। অদ্ভুত প্রকৃতির এই ভাইরাসের প্রকোপে মানুষের প্রাণহানির পাশাপাশি দেশটির অর্থনীতিও ভেঙ্গে পড়েছে। এরই মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ৯০টিরও বেশি দেশে। চীনের বাইরেও দুই শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পরপরই চীন, আমেরিকা, ব্রিটেনসহ বিভিন্ন দেশের চিকিৎসা গবেষকরা করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তা অধরাই রয়ে গেছে।

কিন্তু এবার আশার কথা জানিয়েছে চীনের একদল গবেষক। করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে নিয়োজিত গবেষকরা দাবি করেছেন, আগামী মাসেই (এপ্রিল) কোভিড-১৯ রোগের প্রতিষেধক তৈরি করা সম্ভব হবে। এরপরই তা বাজারজাত করা হবে।

শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ঝেং ঝং ওয়েই জানান, ভ্যাকসিনের পাঁচটি ধরণ নিয়ে গবেষণা চলছে। গবেষণা উন্নতির পথে। তবে এই ভ্যাকসিন তৈরির গবেষণার সময় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গবেষকদের।

এই কর্মকর্তা আরও জানান, এপ্রিল মাসে হুবেই প্রদেশে আক্রান্ত রোগীদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

এদিকে বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় দেখা গেছে, চীনে করোনাভাইরাস আক্রান্ত অঞ্চলগুলোতে গড়ে ৭.৯ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছেন। কিন্তু পরিবারের একজন সদস্য আক্রান্ত হলে তা অন্য সদস্যদের শরীরে সংক্রমণের হার প্রায় ১৫ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়। চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৪২ জন মারা গেছেন। সংক্রমিত হয়েছে অন্তত ৮০ হাজার ৫৫২ জন। এছাড়া চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ১৭ হাজার ৮৮১ জন। যে কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে মহামারী ঘোষণা করেছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024
img
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ Mar 28, 2024
img
বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: ম্যাথিউ মিলার Mar 28, 2024
img
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Mar 28, 2024
img
নিষেধাজ্ঞার ৩ দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তাব অনুমোদিত Mar 27, 2024
img
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বিএনপির : কাদের Mar 27, 2024
img
‘তুফান’এর পোস্টার প্রকাশ, গ্যাংস্টার রূপে আসছেন শাকিব খান Mar 27, 2024
img
বিএনপির মন্ত্রীদের বউরা ভারত থেকে শাড়ি এনে বিক্রি করত : প্রধানমন্ত্রী Mar 27, 2024