কনফারেন্সে করোনা আক্রান্ত ব্যক্তি : উদ্বিগ্ন নন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনফারেন্সে যোগ দেয়া এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের অক্সন হিলে ‘কনজারভেটিভ পলিটিক্যাল এ্যাকশন কনফারেন্স’ এ অংশ নেন ট্রাম্প ও দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ওই কনফারেন্সে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি কনফারেন্সে অংশ নিলেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সংস্পর্শে যাওয়ার সুযোগ পাননি। কাজেই এতে প্রেসিডেন্টকে নিয়ে ভয়ের কিছু নেই।

এদিকে হোয়াইট হাউসের একটি সূত্র বলছে, কনফারেন্সে ট্রাম্পের কাছাকাছিও যেতে পারেননি করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি।

পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প সিএনএন’কে বলেন, আমি এ নিয়ে মোটেও চিন্তিত নই। এতে উদ্বিগ্ন বা আতঙ্কিত হওয়ার কিছু নেই।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: