আক্রান্ত ৬ লাখ : মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়াল

মহামারী করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের উন্মাদ থাবায় প্রতিদিন ঝরে পড়ছে হাজার হাজার প্রাণ। স্বজন হারানো মানুষের সুপ্ত আহাজারীতে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। তবুও থামছেনা করোনার ভয়াল আগ্রাসী সংক্রমণ। দেশে দেশে মৃত ও নতুন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

শনিবার বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। তবে গত ২৪ ঘণ্টয় সব থেকে বেশি প্রাণহানী হয়েছে ইতালি ও স্পেনে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য মতে, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্ব জুড়ে আক্রান্ত হয়েছেন অন্তত ৬ লাখ মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি মানুষ।

এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ হাজার ৩৬০ জন মারা গেছেন। এছাড়া ১ লাখ ৩১ হাজার ৬৯৮ জন চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন অন্তত দেড় লাখ মানুষ। এরই মধ্যে ১৭০৬ জনের প্রাণহানী হয়েছে।

তবে প্রাণহানীর দিক বিবেচনায় শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। এছাড়া মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে ৫ হাজার ১৩৮ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব এখন নিয়ন্ত্রণে। কিন্তু প্রাণঘাতী এ ভাইরাস এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: