দ্রুত লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত হবে ভয়ঙ্কর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস এ্যাদানাম গেব্রিসাস বলেছেন, মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত লকডাউন দ্রুত প্রত্যাহারের ফলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। যে সব এলাকা লকডাউন করা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সে সব এলাকার লকডাউন প্রত্যাহার করার প্রয়োজন নেই।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলেন এই সতর্ক বার্তা দেন সংস্থাটির প্রধান।

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ইতালি ও স্পেনে করোনাভাইরাস এখনো দাপট দেখাচ্ছে। আমরা জানতে পেরেছি, ওই সব দেশ লকডাউনের কঠোরতা শিথিল করতে যাচ্ছে। এ অবস্থায় আমরা ইতালি ও স্পেনসহ সকলকে পরামর্শ দিতে চাই, আপনার লকডাউন শিথিল করবেন না। লকডাউন শিথিল করার পরিস্থিতি এখনো আসেনি।

তেদ্রোস গ্যাব্রিসেস আরও বলেন, অল্প কিছুদিন পরেই লকডাউন প্রত্যাহার করার সিদ্ধান্ত ভয়ঙ্কর হয়ে উঠবে। এটি হবে অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ।

এদিকে ডব্লিউএইচও’র প্রধানের বক্তব্যের পক্ষে মত দিয়ে গবেষকরা বলছেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ না করেই লকডাউন শিথিল করার ফলে ভাইরাসটি দ্বিতীয় দফায় ব্যাপক আঘাত হানতে পারে। আর এটা অবশ্যই ভয়ঙ্কর ব্যাপার হবে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: