বয়স্কদের চলতি বছর ঘরেই থাকতে হবে!

করোনাভাইরাস থেকে বাঁচাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বয়স্কদের ২০২১ সাল শুরু হওয়ার আগ পর্যন্ত ঘরে থাকতে হতে পারে। জার্মান দৈনিক বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়েন। খবর ভয়েস অব আমেরিকা

প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়েন আরও বলেন, “আমি জানি, এটা কঠিন। এতদিন তাদের ঘরে রাখাটা বাড়াবাড়ি। কিন্তু এটা তাদের জীবন ও মৃত্যুর প্রশ্ন। আমরা নিয়ম মেনে সবাই মিলে ভালো থাকতে চাই।”

যাদের শারীরিক অবস্থা দুর্বল ও বয়স্ক, তাদের তুলনায় যুবকরা অনেক আগেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। লিয়েন মনে করেন, শিগগিরই ভ্যাকসিন চলে আসবে। তবে তার আগ পর্যন্ত বয়স্কদের থেকে একটু দূরে থাকা দরকার।

জার্মান এ রাজনীতিবিদ আরও বলেন, চলাফেরায় বয়স্ক ব্যক্তিদের তুলনায় শিশু ও তরুণরা আগে স্বাধীনতা পাবেন। তবে যারা বয়স্ক ও অসুস্থ, তাদের আরও বেশি সময় আইসোলেশনে থাকতে হবে।

 

টাইমস/জিএস

Share this news on: