হিন্দু বৃদ্ধার শেষকৃত্য করল মুসলিম যুবকরা

ভারতের বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন। এতে বন্ধ হয়ে গেছে দেশটির যানবাহন পরিষেবা। এমন পরিস্থিতির মধ্যেই দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক বৃদ্ধার মৃত্যু হয়। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে ওই বৃদ্ধার শেষযাত্রা ও শেষকৃত্যে অংশ নেয়া থেকে বিরত থাকে তার স্বজনরা। পরে বৃদ্ধার প্রতিবেশী মুসলিম যুবকরা এগিয়ে আসে মানবতার দূত হয়ে। মুসলিম ওই যুবকরা হিন্দু ওই বৃদ্ধার দেহ শেষকৃত্যের জন্য কাঁধে বহন করে আড়াই কিলোমিটার দুরে শ্মশানে নিয়ে যান।

বৃদ্ধার দেহ কাঁধে বহন করে নিয়ে যাওয়ার একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এ ছবির নিচে মন্তব্যের বক্সে ধন্য ধন্য করছেন সবাই। সকলের একই কথা, মানবতা বড় ধর্ম, সেবাই ধর্ম। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে।

এদিকে এই ঘটনার ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথ। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন- ‘এটা সমাজে একটা উদাহরণ হয়ে রইল। এটাই আমাদের গঙ্গা-যমুনার সংস্কৃতিকে তুলে ধরেছে। এই দৃশ্য পারস্পরিক ভ্রাতৃত্ব ও ভালবাসাকে আর দৃঢ় করবে।’

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: