নিউজিল্যান্ডে ধর্মঘটে চিকিৎসকরা

কাজের পরিবেশ ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ধর্মঘট পালন ডেকেছে নিউজিল্যান্ডের ৮০ শতাংশ জুনিয়র চিকিৎসক। মঙ্গলবার থেকে এ ধর্মঘট পালন করছেন তারা। খবর রয়টার্সের।

জানা যায়, সরকারের তালিকাভুক্ত ৩ হাজার ৭০০ জুনিয়র চিকিৎসকের মধ্যে ৩ হাজার ৩০০ জুনিয়র চিকিৎসক সরকারী হাসপাতালে দায়িত্ব পালন না করে হাসপাতাল থেকে বের হয়ে গেছেন। এ কারণে হাসপাতালের কার্যক্রম অচল হয়ে পড়েছে।

এর আগে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের সঙ্গে আলোচনা করে দেশটির চিকিৎসকদের সংগঠন নিউজিল্যান্ড রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (এনজেডআরডিএ)। তবে কোন মীমাংসায় পৌঁছাতে না পারায় চিকিৎসকরা ধর্মঘটে চলে যায়।

এনজেডআরডিএ এর সেক্রেটারি ডেবরাহ পাওয়েল বলেন, আমরা কখন কাজ করব, কীভাবে করব, কোথায় করব সবকিছুর নিয়ন্ত্রণ করতে চায় সরকার। ধর্মঘট ছাড়াই সমস্যা সমাধানে বসেছিলাম, কিন্তু সরকার কোনো পথ খোলা রাখেনি।

ধর্মঘটে কয়েকজন চিকিৎসক প্ল্যাকার্ড হাতে উন্নত কাজের পরিবেশের জন্য দাবি করলেও বড় ধরনের কোনো মিছিল করেননি।

জুনিয়র চিকিৎসকরা ধর্মঘট ডাকায় জ্যেষ্ঠ চিকিৎসকদের দিয়ে কোনোমতে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে জরুরি না হলে হাসপাতালে যেতে নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারের নতুন চুক্তিতে বলা হয় দীর্ঘ সময় কাজ করতে হবে এবং কোনো রকম নোটিশ ছাড়াই অন্য হাসপাতালে বদলি করা যাবে।

 

টাইমস/এমএএইচ/এসআর/এইচইউ

Share this news on: