পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত, আহত ৪

কাশ্মীর সীমান্তে পাকিস্তান বাহিনীর গুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ ভারতীয় সেনা। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাক সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে বলে ভারতের অভিযোগ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি আরও জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের পুঞ্চ জেলার শাহপুর-কেরনি সেক্টরে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

শনিবার রাতে পাকিস্তানের সেনাবাহিনী হঠাৎ করেই ওই সেক্টরে ভারতের সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ শুরু করে। এসময় পাকিস্তান সেনারা মর্টার হামলা চালায়। যদিও ভারতের সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে। কিন্তু তাতে পাকিস্তান সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এঘটনার পরে ভারত দাবি করেছে, গত এক মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বার পাকিস্তান পুঞ্চ ও রাজৌরি সেক্টর বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

 

টাইমস/এসএন

Share this news on: