ইইউ সীমান্ত খুললেও বন্ধই থাকছে বাংলাদেশিদের জন্য

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ভ্রমণ বন্ধ রাখার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্বের দেশগুলোর সঙ্গে বুধবার থেকে সীমান্ত আবার খুলছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফলে চীন, ভুটান, ভারতসহ বিশ্বের ৫৪টি দেশের নাগরিকরা ইইউর শেনজেন জোনে প্রবেশ করতে পারবেন। তবে সেই তালিকায় নেই বাংলাদেশের নাম। অর্থাৎ পরবর্তী সিদ্ধান্তের আগে শেনজেন জোনে ঢুকতে পারবে না বাংলাদেশিরা।

ইইউর ২২ দেশ এবং এর বাইরের চারটি দেশ নিয়ে শেনজেন জোন গঠিত। ইইউর পাসপোর্ট ফ্রি জোন হিসেবে পরিচিত শেনজেন। এই এলাকার যেকোনো দেশের নাগরিক শেনজেনভুক্ত যেকোনো সদস্য দেশ সফর করতে পারেন। শেনজেন এলাকায় কোনো সীমান্ত নিয়ন্ত্রণ নেই।

ইইউ কমিশনের মুখপাত্র এরিক মেমার বলেছেন, কোন দেশের ভ্রমণকারীদের গ্রহণ করা নিরাপদ তা যাচাইয়ে ইউরোপীয় ইউনিয়নে একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া আছে। মূলত স্বাস্থ্যগত দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, ইউরোপীয় কমিশন ১১ জুন ইইউ দেশগুলোর ভেতরের সীমান্ত ১৫ জুন থেকে খুলে দেয়ার সুপারিশ করেছিল। সেখানে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সদস্য রাষ্ট্রগুলো আগামী ১ জুলাই থেকে তৃতীয় দেশগুলোর (ইইউয়ের বাইরের) নাগরিকদের জন্য ধীরে ধীরে ও সীমিত পরিসরে সীমান্ত খুলে দেয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে ৫৪টি দেশের নাগরিকদের ইইউয়ের শেনজেন অঞ্চলের ২৬টি দেশে প্রবেশের অনুমতি দেয়ার তালিকা তৈরি করা হয়েছে।

ইইউর কর্মকর্তারা বলেন, প্রত্যেক দেশের মহামারি পরিস্থিতি, করোনাভাইরাসের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ, ভ্রমণের সময় সংক্রমণ নিয়ন্ত্রণের সক্ষমতা এবং ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে কিনা; এসব বিষয় যাচাই করে এ তালিকা হালনাগাদ করা হবে।

উল্লেখ্য, করোনা মোকাবেলায় ইইউ তার সীমান্ত বিদেশিদের জন্য বন্ধ করে দিয়েছিল।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024