ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

চীনকে ঠেকাতেই হিমশিম খাচ্ছে ভারত। কূটনীতি, অর্থনীতি ও সমরশক্তিতে চীনের কাছে ধরাশায়ী ভারত। এমন অবস্থার মাঝেই এবার ভারতের একটি গোয়েন্দা কোয়াডকপ্টার (ড্রোন) ভূপাতিত করেছে পাকিস্তান।

রোববার ভারত শাসিত কাশ্মীর অঞ্চলে উড়তে থাকা ড্রোনটি গুলি করে ধ্বংস করে পাকবাহিনী। হিমালয় বেষ্টিত ওই অঞ্চলটিতে প্রায়ই পাক-ভারত সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, রোববার পাকিস্তানী সামরিক বাহিনী এক বিবৃতিতে ভারতীয় ড্রোন ভূপাতিত করার কথা জানায়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী হট স্প্রিং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় একটি কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

বিবৃতিতে বলা হয়, কোয়াডকপ্টারটি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার ৮৫০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল।

প্রসঙ্গত, এটি সহ চলতি বছরে ভারতীয় নয়টা কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান।

 

টাইমস/এসএন

Share this news on: