মালিতে জঙ্গি হামলায় ১০ শান্তিরক্ষী নিহত

আফ্রিকান দেশ মালিতে বন্দুকধারীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ১০ সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ২৫ জন। হতাহতরা সবাই আফ্রিকান দেশ চাদের সেনা।

রোববার স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলীয় আগুইলহোকের ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার উত্তর-আফ্রিকান শাখা এ ঘটনার দায় স্বীকার করেছে বলে জানায় মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এপি জানান, হামলাকারীরা মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে আসে। এটি তাদের সর্বশেষ আক্রমণ বলে দাবি করছে আল-কায়েদার উত্তর আফ্রিকান শাখা, ইসলামী মাঘরেব আল-কায়েদা।

গত ২০১৩ সালে মালিতে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে শান্তিরক্ষী পাঠিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এরপর থেকে ধারাবাহিকভাবে জাতিসংঘ ও মালিতে সৈন্যদের ওপর হামলা চালাচ্ছে জঙ্গিরা।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: