ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ান

ফিলিস্তিনে দখলদার ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে বলে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের এক সম্পাদকীয়তে বলা হয়েছে।

রোববার প্রকাশিত 'টাইম টু ব্রেক দ্য সাইলেন্স অন পেলেস্টাইন' শীর্ষক ওই সম্পাদকীয়তে লেখক মিশেল আলেকজান্ডার বলেন, ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর সময় এসে গেছে।

মানবাধীকারকর্মী, আনইজীবী ও কলেজশিক্ষক এ লেখিকা ইসরাইলি বর্বরতা প্রসঙ্গে বেশ সাহসিকতার সঙ্গে তার নিবন্ধে লিখেছেন।

তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নীরবতা ভেঙে ইসরাইলি নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কথা বলা, যেমনিভাবে ভিয়েতনাম যুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র।

মিশেল আলেকজান্ডার আরও বলেন, ইহুদিবাদী দেশটি আন্তর্জাতিক নিয়মকানুন ভেঙে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় যেভাবে নিরপরাধ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করে বাড়িঘর ধুলায় মিশিয়ে দিয়ে তাদের জমি দখল করে চলছে, তাতে ফিলিস্তিনিদের অস্তিত্ব টিকে থাকবে কিনা এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

 

টাইমস/এক্স

Share this news on: