জম্মু-কাশ্মীরে আরেক বিজেপি নেতাকে গুলি করে হত্যা

জম্মু-কাশ্মীরে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বিজেপির আরেক নেতাকে হত্যার ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যেই এ হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়। এতে সেখানকার বিজেপি নেতাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুলগাম জেলায় বিজেপি জেলা সহ-সভাপতি সাজাদকে গুলি করে হত্যা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে সাজ্জাদ আহমেদের বাড়িতে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীরে নতুন জঙ্গি দল রেজিস্ট্যান্ট ফ্রন্ট জম্মু ও কাশ্মীর।

সাম্প্রতিক সময়ে এ নিয়ে চতুর্থ বিজেপি নেতার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবারের ঘটনার ৪৮ ঘণ্টারও কম সময়ে কুলগামেরই আরেক পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা আরিফ আহমেদ খানকেও হত্যা করে জঙ্গিরা। গত মাসে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি, তার বাবা ও ভাইকে বান্দিপুর জেলায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। ওয়াসিম বান্দিপুর জেলার বিজেপি প্রধান ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: