গরু পাচারকারী সন্দেহে ভারতীয়কে হত্যা করলো বিএসএফ : সীমান্তে বিক্ষোভ

গরু পাচারকারী সন্দেহে বিএসএফের ছোড়া গুলিতে এবার ভারতের এক কিশোর নিহত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বালাভূত এলাকার সীমান্তে এঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বালাভূত এলাকার স্থানীয়রা বিএসএফের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গরু পাচারকারী সন্দেহে ওই কিশোরকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ সদস্যরা। রোববার রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় ৮০টি গরু বালাভূত এলাকায় জড়ো করেছিল এলাকাবাসী, এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় বিএসএফের ৬২ নম্বর ব্যাটালিয়ন। তবে বিএসএফের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে বিএসএফ সদস্যরা এলোপাথাড়ি গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয় ভারতীয় কিশোর। পরে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে বিএসএফ সদস্যরা ওই এলাকা ছেড়ে চলে যায়।

পরে ঘটনাস্থলে পুলিশ এলে, তাদের সামনেই বিক্ষোভ করে গ্রামবাসী। এ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

স্থানীয়রা জানায়, তাঁতের শাড়ি তৈরির কাজে যুক্ত ওই কিশোরকে অন্যায়ভাবে খুন করেছে বিএসএফ। তারা অভিযুক্ত বিএসএফ জওয়ানদের শাস্তি দাবি করেন।

 

টাইমস/এসএন

Share this news on: