অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহে বন্যপ্রাণীর মৃত্যু!

অস্ট্রেলিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবদাহে ৯০টিরও বেশি বন্য ঘোড়ার মৃত্যু হয়েছে। নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংয়ের কাছে গত সপ্তাহেই একটি শুকিয়ে যাওয়া পানির প্রবাহে বনরক্ষীরা অসংখ্য মৃত ও মৃতপ্রায় প্রাণীর সন্ধান পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার অ্যাডিলেডের তাপমাত্রা শহরটির ইতিহাসের সর্বোচ্চ ৪৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ভেঙে গেছে ১৯৩৯ সালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

বনরক্ষীরা জানান, ঘটনাস্থলেই তারা পানিশূন্যতা ও অনাহারে মৃত ৪০টির মতো প্রাণীর দেহ দেখতে পান। অর্ধমৃত ঘোড়াগুলিকে পরে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহ ধরে প্রবল দাবদাহ বিরাজ করছে। এরই মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রার ডজনের বেশি রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে।

অস্ট্রেলিয়ার সেন্ট্রাল ল্যান্ড কাউন্সিল (সিএলসি) জানায়, দুর্গম এলাকার একটি জনগোষ্ঠীর মানুষের কাছ থেকেই বনরক্ষীরা ঘোড়াদের দেখা যাচ্ছে না বলে জানতে পারে ও সেগুলোর সন্ধানে নামে।

স্থানীয় বাসিন্দা রালফ টার্নার বলেন, আমি শুকিয়ে যাওয়া ওই পানির প্রবাহ দেখতে গিয়েছিলাম। সেখান থেকে বেশকিছু ছবিও অনলাইনে দিয়েছিলাম। এই পরিস্থিতিকে আমি বলবো ‘ব্যাপক হত্যালীলা’। আর আমি এতে বিধ্বস্ত হয়ে পড়েছি। এ ধরণের দৃশ্য, এতো মৃতদেহ আগে কখনোই দেখিনি। বিশ্বাসই করতে পারছি না এমন কিছু হতে পারে।

আরেক স্থানীয় রোহান স্মিথ সাংবাদিকদের বলেন, যেখানে মৃতদেহগুলো মিলেছে সাধারণত সেখানেই পানি পাওয়া যেত। আর ঘোড়াগুলোর আর কোথাও যাওয়ার জায়গা ছিল না।

আরেক সিএলসির পরিচালক ডেভিড রস বলেন, আমরা পরে মৃতপ্রায় বাকি ঘোড়াগুলোকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়েছি। আর কাছাকাছি এলাকার ১২০টি ফেরাল ঘোড়া, গাধা ও উটকেও ‘তৃষ্ণায় মৃত্যুর হাত থেকে বাঁচাতে’ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

সপ্তাহ দুয়েক ধরেই অ্যালিস স্প্রিংয়ের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বলে জানিয়েছে বিবিসি। আর অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর বলছে, এই তাপমাত্রা অন্যান্য বছরগুলোর জানুয়ারির গড় তাপমাত্রার চেয়ে ৬ ডিগ্রির বেশি।

 

টাইমস/টিআর/টিএইচ

Share this news on:

সর্বশেষ

img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024
img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024