উইঘুর মুসলিম নির্যাতনের প্রতিবাদে চীনের কঠোর সমালোচনায় ট্রুডো

জিনজিয়াংয়ে উইঘুর মুসলিম নির্যাতনের বিষয়ে চীনের কঠোর সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

চীন-কানাডা কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে মঙ্গলবার হংকংয়ে দমননীতি এবং উইঘুর মুসলিমদের আটকে রাখার সমালোচনা করেন তিনি।

তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ট্রুডো বলেছেন, চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে কানাডার উদ্বেগ রয়েছে। হংকং ও জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের ব্যাপারে চীনের দমননীতি নিয়ে অটোয়া উদ্বিগ্ন। বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি তার নিজের কিংবা আন্তর্জাতিক সম্প্রদায় কারও জন্যই ইতিবাচক নয়।

জাস্টিন ট্রুডো আরও বলেন, চীন বিশ্বের অন্য দেশের নাগরিকদের পাশাপাশি দুই কানাডিয়ান নাগরিককেও বিনাবিচারে আটকে রেখেছে। এসব বিষয়ে কানাডা মিত্রদের সঙ্গে কাজ করবে।

উল্লেখ্য, ২০১৮ সালে কানাডার সঙ্গে চীনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অনুরোধে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের সিএফও মেং ওয়ানজৌকে গ্রেপ্তার করে ট্রুডো প্রশাসন।

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, হুয়াওয়ে তার ব্যবহারকারীদের তথ্য গোপনে চীনের কমিউনিস্ট পার্টির হাতে তুলে দেয়। এরপর থেকেই মূলত চীন-কানাডা বিরোধে নতুন মাত্রা যোগ হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: