ফিলিপাইনে মসজিদে গ্রেনেড হামলায় নিহত দুই

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি মসজিদে ভয়াবহ গ্রেনেড হামলায় দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকালের দিকে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের জাম্বোয়াংগা শহরে এই ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

জাম্বোয়াংগা শহরের হামলার বিষয়ে আঞ্চলিক সেনা মুখপাত্র লে. কর্নেল গেরি বেসানা এএফপিকে দেওয়া এক ব্রিফিংএ জানান, একটি মসজিদে গ্রেনেড হামলা হয়েছে। এতে দুজন নিহত এবং আহত হয়েছেন আরও চারজন।

এর আগে কাছাকাছি একটি দ্বীপে রোমান ক্যাথলিক গির্জায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াংগা শহরে মসজিদে ওই গ্রেনেড হামলা করে দুর্বৃত্তরা।

পুলিশের উদ্ধৃতি দিয়ে ফিলিপাইনের সংবাদ মাধ্যম র‌্যাপলার জানিয়েছে, হামলার সময় বেশ কয়েকজন মুসলিম নেতা ওই মসজিদে বিশ্রাম নিচ্ছিলেন। এক সন্দেহ ভাজন কাছাকাছি সড়কের আলো নিভিয়ে মসজিদের ভিতরে গ্রেনেড ছুড়ে মারে। ফলে বিস্ফোরিত হয়ে দুজন মারা যায়।

এই হামলার দায় কোন গোষ্ঠী স্বীকার করেনি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: