নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ট্রাম্পের

নির্বাচনে পরাজয়ের পর এবার নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দলের নাম হতে পারে 'প্যাট্রিয়ট পার্টি'। নিজের বিদায়ী ভাষণে, তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ইতমধ্যে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে তার ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে হোয়াইট হাউজে বিদায়ী ভাষণে ট্রাম্প বলেন, রাজনৈতিকভাবে যে আন্দোলন শুরু হয়েছে তা মাত্র শুরু।

রিপাবলিকান দলের অন্যতম শীর্ষ নেতা ও সিনেটে দলের নেতা মিচ ম্যাককনেল বলেছেন, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতার জন্য ট্রাম্পকে দুষছেন অনেকে। রিপাবলিকান দলের অনেক নেতা ট্রাম্পকে তাদের জন্য বোঝা মনে করছেন।

এদিকে ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই প্রচেষ্টা রিপাবলিকানদের শক্তিকে ক্ষুণ্ন করবে, এমন শঙ্কার কারণেই দলটির শীর্ষ পর্যায় থেকে বিষয়টির বিরোধিতা করা হয়েছে। হোয়াইট হাউস ছাড়ার পর ট্রাম্পের ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: