ভারতে ভ্যাকসিন উৎপাদনকারী সেরাম ইন্সটিটিউটে আগুন

ভারতে করোনাভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভারতীয় গণমাধ্যম বলছে, সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের পার্শ্ববর্তী ভবনে আগুন লাগে। এসময় কালো ধোয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দুপুর ৩টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতের পুনের মঞ্জরি এলাকায় সেরামের ভ্যাকসিন তৈরির এই কারখানাটি অবস্থিত। এই কারখানায় অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করছে সেরাম।

 

টাইমস/এসএন

Share this news on: