৬০ হাজার ট্রাক্টর নিয়ে দিল্লিমুখী লংমার্চের হুশিয়ারি

বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার না হওয়ায় এবার ৬০ হাজার ট্রাক্টর নিয়ে দিল্লি অভিমুখে লংমার্চের হুশিয়ারি দিয়েছেন ভারতের আন্দোলনরত কৃষকরা।

কৃষক সংগঠনগুলো বলছে, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কর্মসূচির বিষয়টি বিবেচনা করে আন্দোলন স্থগিত করা হয়েছে। প্রজাতন্ত্র দিবস শেষে দিল্লি অভিমুখে ৬০ হাজার ট্রাক্টর নিয়ে লংমার্চ করবে কৃষকরা।

ভারতীয় কিসান সভার সাধারণ সম্পাদক অতুল কুমার অঞ্জনের বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস বলছে, আন্দোলনরত কৃষকরা দিল্লিমুখী লংমার্চের জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বিভিন্ন রাজ্য থেকে দিল্লির সীমান্ত ঘেঁষে অন্তত ৬০ হাজার ট্রাক্টর অপেক্ষারত রয়েছে। প্রজাতন্ত্র দিবস শেষেই এসব ট্রাক্টর দিল্লিতে ঢুকবে।

এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দিল্লির তিনদিকে তিনটি পথ ধরে ট্রাক্টর মিছিলের পরিকল্পনা নিয়েছে কৃষকরা। একটি মিছিল হরিয়ানার দিক দিয়ে দিল্লিতে প্রবেশ করবে। অন্য দুটি মিছিল তিকরি ও গাজিপুর ইউপি গেট দিয়ে দিল্লিতে প্রবেশ করবে।

 

টাইমস/এসএন

Share this news on: