মিয়ানমারে এবার সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ

সামরিক অভ্যুত্থানের দুদিন পেরিয়ে যাওয়ার পর অবশেষে মিয়ানমারে গণতন্ত্রকামীদের বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির সমর্থনে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন পেশাজীবী ও সাধারণ মানুষ।

বিবিসি জানিয়েছে, অভ্যুত্থানের তৃতীয় দিনে প্রথম প্রতিবাদ শুরু করেন দেশটির চিকিৎসকরা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে ইয়াঙ্গুনে বড় গণপ্রতিবাদ করেছে সাধারণ মানুষ। এতে হাজার হাজার মানুষ জড়ো হয়। অনেকেই সামরিক অভ্যুত্থানকে অমঙ্গল আখ্যা দিয়ে হাঁড়ি-পাতিল বাজান।

এছাড়া আন্দোলনকারীরা রাতে মোমবাতি জ্বালানো, রান্নার পাত্র এবং গাড়ির হর্ন বাজিয়ে অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ করেন। দেশটিতে ঐতিহ্যগতভাবে ধাতব বালতি বাজানোকে ‘শয়তানের আত্মা তাড়ানোর প্রতীক’ হিসেবে ধরা হয়।

মিয়ানমারের বড় শহরগুলোতেও ধীরে ধীরে বিক্ষোভ বড় হচ্ছে। চিকিৎসক, স্বাস্থ্য সহকারি, ফিজিশিয়ানসহ সরকারি-বেসরকারি কর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। একই সঙ্গে অনলাইনেও চলছে অভ্যুত্থান বিরোধী প্রচারণা।

 

টাইমস/এসএন

Share this news on: