মিয়ানমারে জোরালো হচ্ছে সেনা বিরোধী বিক্ষোভ

সেনা অভ্যুত্থানের কয়েকদিন কেটে যাওয়ার পর মিয়ানমারে ধীরে ধীরে সাধারণ মানুষ প্রতিবাদে শুরু করেছেন। রাজনৈতিক আন্দোলন দেখা না গেলেও সাধারণ মানুষ শান্তিপূর্ণ ভাবে আন্দোলনের জানান দিচ্ছেন। শনিবার দেশটির গণতন্ত্র পুনরুদ্ধার ও অং সান সু চিসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ইয়াঙ্গুনের রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে মানুষ ক্রমেই ফুঁসে উঠছেন। সেনা বিরোধী নানা ধরণের ব্যানার ফেস্টুন ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় উড়ছে। অধিকাংশ ব্যানারে লেখা রয়েছে ‘ ‘সামরিক একনায়ক ব্যর্থ হোক, গণতন্ত্রের জয় হোক’।

আন্দোলনকারীরা শান্তিপূর্ণ ভাবে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) লাল রঙের পোশাক পরে সেনা বিরোধী অবস্থান জানান দিচ্ছেন। কেউ কেউ লাল পতাকা ও লাল নিশান উড়িয়েছেন বাসা-বাড়ি ও দোকানের সামনে।

সেনা অভ্যুত্থানকে ‘শয়তান’ আখ্যা দিয়ে দেশটির রীতি অনুযায়ী ধাতব পাত্রের (থালা-বাটি) বাদ্য বাজাচ্ছে মানুষ। ঘরের বারান্দায় দাড়িয়ে হাড়ি-কলসি বাজিয়ে প্রতিবাদ করছেন অনেকে। কেউ কেউ মোমবাতি জ্বালিয়ে অভ্যুত্থানের বিরোধী আন্দোলনে একাত্মতা জানিয়েছেন।

দেশটির চিকিৎসক, শিক্ষক ও অন্যান্য পেশাজীবী শুরু করেছেন কর্মবিরতি। মিয়ানমারের কয়েকটি শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভও হয়েছে। এমনকি যেকোনো সময় এই আন্দোলনে যোগ দিতে পারেন শিক্ষার্থীরা। ধারণা করা হচ্ছে, সেনা অভ্যুত্থান বিরোধী আন্দোলনে দেশটির ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে আসলে পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে।

 

টাইমস/এসএন

Share this news on: