উত্তরাখণ্ডে তুষারধসে নিখোঁজ দুই শতাধিক, ১৮ লাশ উদ্ধার

ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে তুষারধসে সৃষ্ট জলোচ্ছ্বাসে এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে অঞ্চলটিতে অন্তত দুইশ মানুষ নিখোঁজ রয়েছেন।

রোববার হিমালয়ে জমে থাকা হিমবাহ আকষ্মিকভাবে ধসে পড়ে। এতে উত্তরাখণ্ডের চামোলিতে ব্যাপক বন্যা শুরু হয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে বিশেষ টিম। তবে এখনও স্থানীয়দের মাঝে জলোচ্ছ্বাস আতঙ্ক বিরাজ করছে।

এদিকে সোমবার দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এই দুর্যোগে নিহত ব্যক্তিদের পরিবারকে ৪ লাখ রুপি করে বিশেষ সহায়তার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় তহবিল থেকেও হতাহতদের পরিবারদের বিশেষ সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 

টাইমস/এসএন

Share this news on: