জাপানে শক্তিশালী ভূমিকম্প : লাখ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে দেশটির লাখ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল জাপানের মিয়াগি প্রিফেকচারের মিয়াগি শহর। ফুকুশিমা প্রিফেকচারেও একই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনটি প্রায় ১ মিনিট স্থায়ী ছিল।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ও আবহাওয়া বিভাগ জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্প অনুভূত হলেও এতে সুনামির সম্ভাবনা নেই। তবে ভূমিকম্পের কারণে মিয়াগি প্রিফেকচারের বিমানবন্দর সাময়িকভাবে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে। এছাড়া ফুকুশিমা ও ইওয়া অঞ্চলে বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিবিসি জানিয়েছে, টোকিও এবং আশপাশের জেলাগুলোতে জাপানি স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যা রিখটার স্কেলে মূলত ৭ দশমিক ১। এতে বিভিন্ন এলাকার কয়েক লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আগামী ৭২ ঘন্টার মধ্যে জাপানে আরও কয়েকটি ভূমিকম্প আঘাত হানতে পারে।

 

টাইমস/এসএন

Share this news on: