ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে রকেট হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আইন আল আসাদ বিমানঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। মার্কিন স্বার্থ লক্ষ্য করে ঘাঁটিতে অন্তত ১০টি রকেট হামলার ঘটনা ঘটেছে।

ইরাকে নিয়োজিত মার্কিন জোটের মুখপাত্র কর্নেল ওয়েইন মারোট্টার বরাতে বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরা এ খবর দিয়েছে।

বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে আল আসাদ ঘাঁটিতে একাধারে রকেট হামলা চালানো হয়। পরপর ১০ রকেট বোমা ঘাাঁটিতে আছড়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে সিরিয়ায় ইরান সমর্থিত স্থাপনায় মার্কিন হামলায় ১৭ মিলিশিয়া নিহত হয়। ওই হামলার প্রতিশোধ নিতেই ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন মার্কিন সেনা কর্মকর্তারা।

এদিকে রয়টার্স বলছে, ৪ মার্চ বৃহস্পতিবার ইরাক সফরে আসছেন পোপ ফ্রান্সিস। পোপের ইরাক আগমনের আগে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা নানা জল্পনার জন্ম দিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: