কাশ্মীরেও কপাল পুড়লো ১৫০ রোহিঙ্গার

রোহিঙ্গাদের পোড়া কপাল বটে। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে আশ্রয়ের আশায় দেশে দেশে এখন ফেরারি জীবন রোহিঙ্গাদের। এমনই পরিস্থিতিতে এবার ভারতের কাশ্মীরে ১৫০ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির পুলিশ। অচিরেই আটক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ভারতীয় পুলিশের একটি সূত্র।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চলে ১৫০ রোহিঙ্গা মুসলমানকে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া এসব রোহিঙ্গারা ভারতে প্রবেশ করে। যে কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ভারত সরকার। এমনকি মিয়ানমারেও ফেরত পাঠাবে ভারত।

ভারতীয় এক পুলিশ কর্মকর্তা পার্স টুডে কে জানিয়েছেন, বহু রোহিঙ্গা মুসলমান বর্তমানে জম্মু-কাশ্মীরের হিরা নগরের কারাগারের পাশে বসবাস করছেন। তারা পুলিশের তদারকি ও নজরদারির মধ্যেই রয়েছেন। তবে শীঘ্রই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করবে ভারত।

ভারতে মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার আশ্রিত রোহিঙ্গাদের জন্য হুমকি। তারই অংশ হিসেবে এসব রোহিঙ্গাদের কাশ্মীর থেকে বের করে দিতে চাইছে ভারত।

 

টাইমস/এসএন

Share this news on: