ভারতে মদপানে ৪৪ জনের মৃত্যু

ভেজাল মদপানে ভারতের উত্তর প্রদেশে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। বিগত তিনদিনে রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় জেলা সাহারানপুরে ৩৬ জন এবং পূর্বাঞ্চলীয় জেলা কুশিনগরে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। খবর এনডিটিভির।

এ ঘটনার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ইয়োগী আদিত্যনাথের নির্দেশে রাজ্য পুলিশ অবৈধ মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমেছে। রাজ্যের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ করা হয়েছে।

উত্তর প্রদেশের পুলিশের দাবি, সাহারানপুরে যে ৩৬ জনের মৃত্যু হয়েছে তারা উত্তরাখন্ডে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে গিয়ে ভেজাল মদ পান করেন। তাছাড়া এক ব্যক্তি সেখান থেকে ৩০ বোতল মদ নিয়ে এসে গ্রামে বিক্রি করেন। যা থেকে অনেকে অসুস্থ হয়েছেন নয়তো প্রাণ হারান।

পুলিশ আরও বলছে, কুশিনগরের ভেজাল মদ বিহারে তৈরি করা হতে পারে। যদিও সেখানে মদ উৎপাদন নিষিদ্ধ।

শুরুতেই চিকিৎসা দেওয়া সম্ভব হলে মৃত্যুর সংখ্যা অনেক কম হতো জানিয়ে সাহারানপুর জেলার ম্যাজিস্ট্রেট একে পান্ডে বলেন, পিন্টু নামের এক ব্যক্তি তাদের (হতাহতদের) কাছে ৩০ বোতল মদ বিক্রি করে। কয়েকটি বোতল উদ্ধার করা হয়েছে। এই বোতলগুলো থেকে যারাই মদপান করেছে তারা মৃত বা হাসপাতালে রয়েছে।

২০১১ সাল থেকে উত্তর প্রদেশে ভেজাল মদপানের ঘটনায় ১৭৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: