কলকাতার পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ অব্যাহত

বহুল আলোচিত সারদা চিটফান্ড মামলার তদন্তের জন্য কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে মঙ্গলবারও প্রায় ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাত ৯টা ৪৫ মিনিটে সিবিআই অফিস ছাড়েন রাজীব কুমার। এর আগে শনিবার থেকে শিলং-এর একটি হোটেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবারও সিবিআই-এর মুখোমুখি হতে হবে তাকে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদসংস্থা পিটিআইকে সিবিআই-এর একজন কর্মকর্তা জানান, সারদা মামলার অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে ফেলেছেন রাজীব কুমার। এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদ এখনও শেষ হয়নি। বুধবারও তদন্ত সংস্থার মুখোমুখি হবেন তিনি।

মঙ্গলবার ১১ ঘণ্টার ম্যারাথন জেরায় উপস্থিত ছিলেন সারদা ও রোজভ্যালি কাণ্ডের তদন্ত কর্মকর্তারা।

দু'দিন ধরে রাজীব কুমারের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কুণাল ঘোষকেও। তিনি তৃণমূলের সাবেক এমপি। সারদা মামলায় তাকে ২০১৩ সালে গ্রেফতার করে পুলিশ। ২০১৬ সালে জামিনে ছাড়া পান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: