পাকিস্তানকে পানি না দেয়ার সিদ্ধান্ত ভারতের

ভারতের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় হামলার জের ধরে পাকিস্তানকে নদীর পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বৃহস্পতিবার এক টুইটবার্তায় এ কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়নমন্ত্রী নীতিন গড়করি।

টুইটবার্তায় তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে- পাকিস্তানে যে পানি সরবরাহ করা হতো এবার থেকে তা বন্ধ করে দেয়া হবে। আমরা পূর্ব পাড়ের নদীগুলোর পানির দিক পরিবর্তন করে দিয়ে তা জম্মু-কাশ্মীরের মানুষদের দেব।

এই কাজের অংশ হিসেবে ভারতের সাহাপুর এবং কান্ডিতে রাভী নদীর ওপর বাঁধ তৈরি করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

তবে ভারতের এই সিদ্ধান্তে বিশ্লেষকরা মনে করছেন যে, কাশ্মীরে ভারতীয় সৈন্যবাহিনীর ওপর আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে ভারত সবচেয়ে বড় অস্ত্রটি এখন ব্যবহার করতে চাইছে।

কারণ সিন্ধু পানিচুক্তি অগ্রাহ্য করে অববাহিকার ওপরের দিকে থাকা ভারত যদি সত্যিই পাকিস্তানকে পানি দেয়া বন্ধ করে দেয়, তবে তার পরিণাম হবে যুদ্ধের মতোই।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন আধাসামরিক সৈন্য নিহত হন।

এ ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

টাইমস/এএস/জেডটি

Share this news on: