পদত্যাগের ঘোষণা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জারিফ তার পদত্যাগের ঘোষণা পোস্ট করেন। নিজের ইনস্টাগ্রাম পেজে তিনি লিখেছেন, বিগত ৬৭টি মাসে ইরানের সাহসী নাগরিক ও কর্তৃপক্ষের উদারতার জন্য অনেক ধন্যবাদ। নিজ পদ আর কাজ চালিয়ে যেতে না পারায় এবং দায়িত্ব পালনের ভুলত্রুটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে তিনি কেন পদত্যাগ করেছেন, সেই কারণ উল্লেখ করেননি।

জারিফের পদত্যাগের বিষয়টি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাও নিশ্চিত করেছে।

২০১৮ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে ইরানের কট্টর পশ্চিমাবিরোধীদের সমালোচনার শিকার হন জারিফ। ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করেন।

এর আগে ২০১৫ সালে ইরানের সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোর ঐতিহাসিক পারমাণবিক চুক্তি হওয়ার ক্ষেত্রে জারিফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

৫৯ বছর বয়সী জারিফ যুক্তরাষ্ট্রে পড়ালেখা করেছেন। তিনি ইউনিভার্সিটি অব ডেনভার থেকে আন্তর্জাতিক আইন বিষয়ে পিএইচডি করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: