মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২৫, যোগাযোগমন্ত্রীর পদত্যাগ

মিসরের রাজধানী কায়রোর প্রধান রেলস্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৫০ জন।

এদিকে দুর্ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী হিশাম আরাফাত।

বুধবার কায়রোর প্রধান রেলস্টেশন রামেসিসে এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা  সংস্থাআলজাজিরার

আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রামেসিস স্টেশনের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতিপথ আটকে দেয়ায় ট্রেন দুটির চালক নেমে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় ওই দুই ট্রেনের মধ্যে একটি ট্রেন তখনও চালু ছিল। চালু ট্রেনটি এগিয়ে সামনের ট্রেনটিকে ধাক্কা দেয়। জোরালো বিস্ফোরণের কারণে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এ ঘটনায় স্টেশনে অবস্থানরত লোকজন বেশি হতাহত হন।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পাশাপাশি দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়ে তিনি বলেন, দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছি। ঘটনার সাথে জড়িতদের শিগগিরই বিচারের মুখোমুখি করার পাশাপাশি শাস্তি নিশ্চিতের আদেশ দেয়া হয়েছে।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: